চীনের প্রেসিডেন্টের প্রতীকী ফাঁসির আয়োজন করে বউবাজারে সভা কংগ্ৰেসের

19th June 2020 4:42 pm কলকাতা
চীনের প্রেসিডেন্টের প্রতীকী ফাঁসির আয়োজন করে বউবাজারে সভা কংগ্ৰেসের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) : বউবাজারে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সামনে জাতীয় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে চীনের বিরুদ্ধে এক বিক্ষোভ সমাবেশ করা হয় ।লাদাখের সীমান্তে যে সমস্ত ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং চীনের আগ্রাসী মনোভাব কে প্রতিহত করতে আজ জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই বিক্ষোভ সমাবেশ করা হয় ।শুধু তাই নয় সেখানে চীনের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা বানিয়ে তাকে ফাঁসিতে ঝোলানো হয় ।এর পাশাপাশি জাতীয় প্রদেশ কংগ্রেসের তরফ থেকে দাবি যেভাবে চীন ভারতের ওপর আঘাত আনছে এবং বহু ভারতীয় জওয়ান শহীদ হচ্ছেন তার বিরুদ্ধে ভারত সরকার এখনোও পর্যন্ত কোন পদক্ষেপ নিচ্ছে না? অবিলম্বে চীনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা দাবি জানিয়েছেন। সেই সঙ্গে তারা আজ বিক্ষোভ এ দাবি জানায় সমস্ত ভারতবাসীর কাছে অবিলম্বে চীনা দ্রব্য বর্জন করতে হবে এবং তার পাশাপাশি স্বদেশী জিনিস ব্যবহার করতে হবে। চীনের এই আগ্রাসী মনোভাব কে অবিলম্বে প্রতিহত করতে না পারলে আগামী দিনে আরও সংকটময় অবস্থা আসতে চলেছে বলে তারা মনে করছেন।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।